রহমত নিউজ 03 July, 2023 01:15 PM
ভারত থেকে অকটেন ও ডিজেলের বিকল্প জ্বালানি মিথানল আমদানি শুরু হয়েছে। রবিবার (২ জুলাই) ভারতের আসামে একটি পেট্রোকেমিক্যাল প্লান্টে উৎপাদিত মিথানলের প্রথম কনসাইনমেন্ট বা চালানটি শনিবার রওনা হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
ডিব্রুগড় জেলার নামরূপে আসাম পেট্রোকেমিক্যাল প্লান্টের (এপিএল) ক্যাম্পাস থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া এই মিথানলবাহী ট্রাকটির যাত্রা ফ্ল্যাগ-অফ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্য ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমএলএ-এমপি এবং শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারাও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন।
বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে মিথানল-মিশ্রিত জ্বালানি বিক্রি শুরু হলে জ্বালানি তেলের দাম অনেকটা কমিয়ে আনা যাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতেও বেশ কয়েকটি জায়গায় ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানা গেছে।