মূল পাতা মুসলিম বিশ্ব ঐহিত্যবাহী দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী
রহমত নিউজ 11 October, 2025 06:50 PM
উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।
শনিবার (১১ অক্টোবর) তিনি দেওবন্দ মাদরাসা পরিদর্শনে যান। প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
জানা যায়, দারুল উলুম দেওবন্দের মুহতামিম (মহাপরিচালক) মুফতী আবুল কাসেম নোমানী ও ১৫ জন জ্যেষ্ঠ আলেমের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ছাত্র ও শিক্ষকরা তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
প্রতিষ্ঠানের কেন্দ্রীয় গ্রন্থাগারে মাওলানা নোমানীর তত্ত্বাবধানে হাদিস পাঠের একটি ঐতিহ্যবাহী সেশনে অংশ নেন মুত্তাকি।
ব্যতিক্রমী এক পদক্ষেপে দারুল উলুম দেওবন্দ শনিবার সব ক্লাস বন্ধ রেখে মুত্তাকির সফরের জন্য সময় বরাদ্দ করে, যা প্রতিষ্ঠানের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা বলে জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা।
জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি মাওলানা আরশাদ মাদনী এ সফরকে “এক ধরনের ঘরে ফেরা” হিসেবে অভিহিত করে বলেন, মুত্তাকি যেন নিজের সাবেক শিক্ষালয়ে ফিরে এলেন।
সংবর্ধনা সভায় মাওলানা মুত্তাকি বলেন, এই হৃদয়গ্রাহী অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করি ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাবো, আর আপনাদেরও কাবুলে স্বাগত জানাবো। দিল্লিতে যেভাবে আমাকে বরণ করা হয়েছে, তাতে আমি মনে করি এমন সফর ভবিষ্যতে আরও হতে পারে।
এছাড়া তিনি দারুল উলূমের ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং শিক্ষক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য; মাওলানা আমির খান মুত্তাকি ৭ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারত রয়েছেন।