| |
               

মূল পাতা রাজনীতি ‎সীরাতে নববীর আলোকে জীবনকে রাঙ্গিয়ে তুলুন : মাওলানা মাহবুবুর রহমান


‎সীরাতে নববীর আলোকে জীবনকে রাঙ্গিয়ে তুলুন : মাওলানা মাহবুবুর রহমান


রহমত নিউজ     15 October, 2025     08:35 PM    


‎রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের মাঝেই রয়েছে প্রকৃত কল্যাণ ও চির মুক্তি। তাই প্রতিটি মুসলমানকেই ব্যাক্তি জীবনে যেমন রাসূলের আদর্শ অনুকরণ করা চাই ঠিক তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও যদি নববী আদর্শের আলোকে জীবন সাজাতে পারে তবে কোথাও থাকবেনা কোনো অশান্তি, দুরাচার, হানাহানি ও লুটতরাজ। বরঞ্চ সমাজের সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজমান হবে। আর, এর একমাত্র উপায় হলো খেলাফত শাসনব্যবস্থা কায়েম করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।

‎বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মগানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান এসব কথা বলেন।

‎‎ তিনি আরও বলেন, বর্তমান সমাজে সীরাত চর্চা না থাকার ফলে নবীর সুমহান আদর্শ ও খেলাফত শাষনব্যবস্থা এবং তার সুফল সম্পর্কে আমাদের অনেকে জানেই না।‎তাই সমাজের সর্বস্তরের সকলকে রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ খেলাফত শাষন ব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ ও এ সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে এক সীরাত সম্মেলনের আয়োজন করেছে।

‎এছাড়াও ঘরে ঘরে সীরাত চর্চার উদ্যোগকে সামনে রেখে ঢাকা মহানগর রাসূলে আারাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানীজীবন ভিত্তিক সীরাত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছিল। আগামীকাল অনুষ্ঠিতব্য সীরাত সম্মেলনে বিদগ্ধ আলেম ও সীরাত গবেষকগণ সীরাতের উপর আলোচনা পেশ করবেন এবং কুইজ বিজয়ীদের পুরষ্কার ও সম্নাননা ক্রেষ্ট প্রদান করা হবে ইনশাআল্লাহ।

‎‎সীরাতের সৌরভে সুরভিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের চেতনায় উজ্জীবিত হতে এবং সীরাতে নববীর আলোকে জীবন রাঙাতে সবাইকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান মাওলানা মাহবুবুর রহমান।