মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট পাকিস্তানের দখলে
রহমত নিউজ 12 October, 2025 11:14 AM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের ১৯টি আফগান পোস্ট দখল করেছে পাক সেনাবাহিনী।
শনিবার (১১ অক্টোবর) আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে এই সীমান্তপোস্টগুলো পাকিস্তানের দখলে এসেছে বলে জানিয়েছে সেনাবহিনীর একটি সূত্র।
সেনাসূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শনিবার রাতভর চলা সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাইসহ অন্তত ১৯টি পোস্ট থেকে আফগান সেনারা পালিয়ে গেছে। পাকিস্তান সেনাবাহিনীর হামলায় এসব পোস্টে বেশ কয়েকজন আফগান সেনা নিহত ও আহত হন। আহত সহযোদ্ধাদের ফেলে রেখেই কর্মকর্তাসহ সদস্যরা পালিয়ে যায় বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের ‘নিষিদ্ধ’ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।
সূত্র : জিও টিভি