| |
               

মূল পাতা রাজনীতি যাত্রাবাড়ী থেকে গাবতলী মানববন্ধন কর্মসূচি সফল করার আহ্বান খেলাফত আন্দোলনের


যাত্রাবাড়ী থেকে গাবতলী মানববন্ধন কর্মসূচি সফল করার আহ্বান খেলাফত আন্দোলনের


রহমত নিউজ     13 October, 2025     07:18 PM    


সমমনা ইসলামী দলসমূহের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে যাত্রাবাড়ী থেকে গাবতলী মানববন্ধন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় যাত্রাবাড়ী থেকে গাবতলী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মানববন্ধন কর্মসূচিতে শাহবাগ চৌরাস্তা এলাকায় অংশ নেবে খেলাফত আন্দোলন।

আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী , নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত থাকবেন।

মানববন্ধন কর্মসূচি সফল করতে খেলাফত আন্দোলনের সকল নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।