| |
               

মূল পাতা অর্থনীতি কাঁচা মরিচের তেজ কমছে


কাঁচা মরিচের তেজ কমছে


রহমত নিউজ     03 July, 2023     11:17 AM    


হুট করেই রেকর্ড দাম করে আলোচনায় আসে কাঁচা মরিচ। তবে আমদানির প্রভাবে কমতে শুরু করেছে মরিচের ঝাঁঝ। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫২০ টাকা কেজি দরে।

এদিন পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে মানভেদে ৩৬০ থেকে ৩৮০ টাকায়। এর আগে গত শনিবারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ৪৫০ থেকে ৪৮০ টাকায়।

ঈদের দুই সপ্তাহ আগেও রাজধানীতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। ঈদের কয়েক দিন আগে তা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ টাকায়। এর পর থেকে দাম আর কমেনি। বরং লাফিয়ে লাফিয়ে বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকায় উঠে যায়।

এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গতকাল সকালে কাঁচা মরিচ ভর্তি ছয়টি ভারতীয় ট্রাক দেশে আসে। আমদানি করা এই কাঁচা মরিচের প্রতি কেজির দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা।

আমদানিকৃত কাঁচামরিচ খুচরা বিক্রি হওয়ার কথা ৬০ থেকে ৭০ টাকায়। প্রতি ট্রাকে ১০ মেট্রিক টন মরিচ রয়েছে। সেই হিসাবে ঈদের ছুটির পর প্রথম দিনেই দেশে এসেছে ৬০ মেট্রিক টন কাঁচা মরিচ। আজ সোমবার সকালে আরও ১৫ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করবে।

জানা গেছে, হিলি স্থলবন্দরের ছয় আমদানিকারক প্রতিষ্ঠান এ পর্যন্ত ২৭ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে। আজ থেকে হিলি স্থলবন্দর দিয়েও কাঁচা মরিচ আসবে। -নিউজ২৪।