| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য সুষ্ঠু নির্বাচনের কোনো ছায়াও অবশিষ্ট নেই : আবদুর রব


সুষ্ঠু নির্বাচনের কোনো ছায়াও অবশিষ্ট নেই : আবদুর রব


রহমত ডেস্ক     15 September, 2022     07:35 PM    


জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বর্তমান সরকারের চেতনায় অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কোনো ছায়াও অবশিষ্ট নেই বরং আগামী সংসদ নির্বাচনকে যেকোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার মাধ্যম হিসেবে ব্যবহার করবে। অতীতে জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন কমিশনকে’ প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগ সহযোগিতা না করে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে বর্তমান সরকার ক্ষমতায় আসীন হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতার পরিবর্তে ‘নিয়ন্ত্রণ’ করে আবারও ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। আজ (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আবদুর রব  বলেন, রোডম্যাপে উল্লেখিত অন্যতম চ্যালেঞ্জের মধ্যে রয়েছে— ভোটের মাঠে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালন। অর্থ ও পেশিশক্তির নিয়ন্ত্রণ, নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ বা পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে বাধার সম্মুখীন না হওয়া, জাল-ভোট বা কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাই ঠেকানো, প্রার্থী, এজেন্ট ও ভোটারদের আসা নিশ্চিত করা, ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া সুযোগ তৈরি করাসহ অন্যান্য চ্যালেঞ্জ বর্তমান ক্ষমতাসীন সরকার থাকা অবস্থায় একটিও মোকাবিলা করা সম্ভব হবে না। এ সরকার গত ১৩ বছরে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের সব নির্বাচনে বেআইনিভাবে হস্তক্ষেপ করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ১৪ চ্যালেঞ্জ চিহ্নিত করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ঘোষিত ১৪ চ্যালেঞ্জের সমাধান নিরপেক্ষ সরকার। ‘দল নিরপেক্ষ সরকার’ এর মাধ্যমেই এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। সরকারের নীল নকশার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ১৪ চ্যালেঞ্জ নির্ধারণ করে নির্বাচনকালীন সময়ে ‘দলনিরপেক্ষ সরকার’ প্রতিষ্ঠার গণ দাবির প্রতিই পরোক্ষভাবে নৈতিক সমর্থন ব্যক্ত করেছে।