| |
               

মূল পাতা সারাদেশ জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্ধী, এক শিশুর মৃত্যু


বন্যাকবলিত ইসলামপুর পাথর্শী ইউনিয়নের দক্ষিণ ডেংগারগড় গ্রাম/ ওসমান হারুনী

বানভাসীরা নিরাপদ আশ্রয়ে ছুৃটছে, নেই ত্রাণ তপরতা

জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্ধী, এক শিশুর মৃত্যু


ওসমান হারুনী     20 June, 2022     07:30 PM    


জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।পানি বন্ধী হয়ে পড়েছে জেলার ৬টি উপজেলার ৩০ইউনিয়নের ৫০হাজার মানুষ, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুৃটছে পানি বন্ধীরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নুতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। জেলার ইসলামপুর উপজেলায় পশ্চিম বাবনা গ্রামে আরিফা নামে আট বছরের এক শিশু বন্যার পানিতে পড়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনার বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৯সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার বিকালে বিপৎসীমার ৫০সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যার পানি হুহু করে প্রবেশ করছে বিস্তীর্ণ জনপদে। এতে জেলার ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জসহ জেলার ৬উপজেলায় বন্যা কবলিত হাজার হাজার মানুষ চরম দূর্ভোগ পড়েছে।

জেলার সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকার ইসলামপুরের পশ্চিমা লের কুলকান্দি, বেলগাছা, পাথর্শী, নোয়ারপাড়া ও সাপধরি, চিনাডুলী ইউনিয়নের বসতভিটা, রাস্তা-ঘাট, বিভিন্ন ফসল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। চরম দূর্ভোগে পড়েছে এসব বন্যা কবলিত এলাকার মানুষ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর