রহমত ডেস্ক 20 June, 2022 07:24 PM
রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
আজ (২০ জুন) সোমবার বিকাল ৬টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার। এরপর ২০ মিনিট ব্যবধানেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে পাঠানো বার্তায় বলা হয়, বিকেল ছয়টা ২৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকে চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে এছাড়া সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।