| |
               

মূল পাতা ইসলাম বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি


বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি


রহমত ডেস্ক     01 May, 2022     07:44 PM    


বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। (৩ মে) মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ (১ মে) রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্ম প্রতিমন্ত্রি মােঃ ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মােঃ শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মােঃ মুশফিকুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মােঃ মুনিম হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মােঃ ছাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক খান মােঃ নুরুল আমিন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মােঃ আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক (প্রশাসন) মােঃসিরাজুল হক ভূইয়া, সরকারী মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মােঃ আলমগীর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ। 

সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালােচনা করে দেখা যায় যে, আজ ২৯ রমজান ১৪৪৩ হিজরি, ১৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ১ মে ২০২২ খ্রিস্টাব্দ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ১৯ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, ১ মে ১০১২ খ্রিস্টাব্দ সােমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২০ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, ৩ মে ১০১১ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে আগামী ১ শাওয়াল ১৪৪৩ হিজরি, ২০ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ৩ মে ২০২২ খ্রিস্টাব্দ মঙ্গলবার সারাদেশে পবত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার