রহমত ডেস্ক 01 May, 2022 06:07 PM
রাজধানীতে সুবিধাবঞ্চিত প্রায় দুই শতাধিক পথ শিশুদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ঈদের পোশাক বিতরণ করা হয়। আজ (১ মে) রবিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন চত্বরে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ডা. মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শাহাদাত হোসাইন প্রধানিয়া, শফিকুল আমীন খান প্রমুখ।
এতে সভাপতির বক্তব্যে দলের সহকারি মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের উপর আবশ্যকীয় কর্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সুবিধা বঞ্চিতদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। দেশের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিবর্গের প্রতি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এসময় তিনি ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে অসহায়দের পাশে দাড়ানো সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন এবং যারা এসব সেবামূলক কার্যক্রমের অর্থনৈতিক সহযোগিতা করতে আগ্রহী তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা পল্টন মডেল