মূল পাতা শিক্ষাঙ্গন আযাদ দ্বীনী এদারার ফল প্রকাশ; মেধাতালিকায় শীর্ষে যারা
জামিল আহমদ 01 May, 2022 09:18 PM
আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ৮২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পাশের হার ৭৫ দশমিক ১৩ শতাংশ। এবারের সর্বমোট ১৬৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পাশ করেছে, ১২৪১৪ জন। পাশের হার ৭৫.১৩%, মুমতায ২৭৮৭ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৩৩ জন, জায়্যিদ ২২৮৩ জন, মকবুল ৩৬১১ জন।
আজ (১ মে) রবিবার দুপুর ১২ টায় সিলেট সোবহানীঘাস্থ এদারা ভবনে এদারার সভাপতি মাওলানা জিয়া উদ্দিনের পক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছীর। এসময় উপস্থিত ছিলেন, বোর্ডের নাযিমে ইমতেহান শায়খ মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, সহকারী নাযিমে ইমতেহান মাওলানা ইউসুফ খাদিমানী ও মাওলানা সৈয়দ আব্দুর রহমান, রচনা ও প্রকাশনা সম্পাদকহাফিয মাওলানা ফখরুয্যামান প্রমুখ।
এদারার ওয়েব সাইটে https://azaddiniadarah.com/result/2022/ ফলাফল প্রকাশিত হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী রোল নম্বরের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবে। মাদরাসার সকল পরীক্ষার্থীর ফলাফল একসাথে মারহালা ভিত্তিক পিডিএফ ফাইলে প্রদান করা হয়েছে। নিম্নে মারহালাভিত্তিক মেধাতালিকা
পুরুষ ফযীলত মারহালা মেধাতালিকা : প্রথম হয়েছেন, আখতার হুসাইন [১৮৬১৬] জামিয়া ইসলামিয়া আনওয়ারুল উলূম উমরপুর, প্রাপ্ত নাম্বার-৭৫৪। দ্বিতীয় হয়েছেন, আহমদ রায়হান মামুন [১৮১৭০], জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, প্রাপ্ত নাম্বার-৭৫৩। তৃতীয় হয়েছেন, আব্দুর রহমান [১৮১৭১‘], জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, প্রাপ্ত নাম্বার-৭৫২। যৌথভাবে চতুর্থ হয়েছেন, মুহাম্মদ রশীদ আহমদ [১৮০২৬‘], জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, প্রাপ্ত নাম্বার-৭৫১। আব্দুল্লাহ আল আফজাল [১৮১৬৮‘], জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, প্রাপ্ত নাম্বার-৭৫১। যৌথভাবে পঞ্চম হয়েছেন, আব্দুল্লাহ আল মারজান [১৮০২৬], জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, প্রাপ্ত নাম্বার-৭৪৮। ইমরান আহমদ [১৮২৫৪‘] ও সুলাইমান আহমদ [১৮২৬০], জামিয়া ক্বাসিমুল ঊলূম দরগাহে শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি, প্রাপ্ত নাম্বার-৭৪৮। সাইফুল ইসলাম তানভীর [১৮৬১৭] জামিয়া ইসলামিয়া আনওয়ারুল উলূম উমরপুর, প্রাপ্ত নাম্বার-৭৪৮।
পুরুষ সানাবিয়্যাহ উলইয়া মেধাতালিকা : প্রথম হয়েছেন, জাহাঙ্গীর আলম [১৬৩৩২], মাদরাসাতুল মদীনা সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৬৫। দ্বিতীয় হয়েছেন, মাোঃ সালমান আহমদ সুন্নাহ [১৬৬৬৪], জামিয়া দারুল হুদা সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৬৭। তৃতীয় হয়েছেন, মাোঃ আফজল আলী [১৬৬৫৫], জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৬৭। চতুর্থ হয়েছেন, বশীর উদ্দীন ফুয়াদ চৌধুরী [১৬০০১], জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৩৭। পঞ্চম হয়েছেন, সাজিদুর রহমান [১৬৩৩৭], মাদরাসাতুল মদীনা সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৩৩।
পুরুষ সানাবিয়্যাহ আম্মাহ মারহালা : প্রথম হয়েছেন, মাদয়ান মাহির [১৪৬৯৫], মারকাযুল হিদায়া, উপশহর, সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৭০। দ্বিতীয় হয়েছেন, মাোঃ মুহসিন আহমদ ইয়াসমন [১৪৬৯৪], মারকাযুল হিদায়া, উপশহর, সিলেট। প্রাপ্ত-৭৬২। তৃতীয় হয়েছেন, নুর আহমদ নোমান [১৪৬৯৬], মারকাযুল হিদায়া, উপশহর, সিলেট। প্রাপ্ত-৭৪৮। চতুর্থ হয়েছেন, খালিদ সাইফুল্লাহ [১৪১০৭], জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, প্রাপ্ত নাম্বার-৭৪৩। পঞ্চম হয়েছেন, আমিন বিন হিলাল [১৪৭৪৪], শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম জকিগঞ্জ, সিলেট। নাম্বার-৭৪০।
পুরুষ মুতাওয়াসসিতাহ মারহালা : এইচ.এম. আফজাল [১২৪৬০], জামিয়া ইসলামিয়া আরাসিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর, সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৭৮। মাোঃ হুসলন মারুফ সাদী [১২১৫৬], জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, প্রাপ্ত নাম্বার-৭৭৫। আফজল হোসাইন [১২৩৫৯], মাদরাসাতুল মদীনা সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৭৫। রশীদ আসসানী [১২১৪৭], জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, প্রাপ্ত নাম্বার-৭৭০। উসামা বিন আব্দুল্লাহ [১২২৩৪], জামিয়া ইসলামিয়া শামিমাবাদ,সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৬০। জাবেদ আহমদ [১২০৬৪], জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, প্রাপ্ত নাম্বার-৭৫৯। মাহমুদুল হাসান [৭২৭৮], জামিয়া ক্বাসিমুল ঊলূম দরগাহে শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি, প্রাপ্ত নাম্বার-৭৭৬। জাকারিয়া ইসলাম [৭৫৫৪], মাদরাসাতুল মদীনা সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৭৪। মোঃ মাহমুদুল হাসান [৭৩১২], জামিয়া ইসলামিয়া শামিমাবাদ,সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৬৯। মোঃ ইমামুল হক্ব [৭২৭৮], জামিয়া ক্বাসিমুল ঊলূম দরগাহে শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি, প্রাপ্ত নাম্বার-৭৬৫। মোঃ ছদরুল আমীন জুবায়ের [৭৩০৭], জামিয়া ইসলামিয়া শামিমাবাদ,সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৫৬। ফাতেমা জান্নাত মীম [১০৫৪৬] জামিয়া ইসলামিয়া আরাবিয়া উলুতুল মহিলা মাদরাসা, সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৬৫। মোছাঃ রাহমাহ তাজনীম সরয়া [১০৩৭৪] মারকাযুল উলুম ফাতেমাতুয যাহরা রাদিয়াল্লাহু আনহু পঞ্চগ্রাম আমিড়ী, সুনামগঞ্জ।প্রাপ্ত নাম্বার-৭৫৯।
মহিলা ফযীলত মারহালা মহিলা : প্রথম হয়েছেন, মোছাঃ ছিদরাতুল মুনতাহা নিপা [২২৪৯৫], হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা আমনিয়া বাজার, গোপালগঞ্জ, সিলেট।, প্রাপ্ত নাম্বার-৭৭৯। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন, মোছাঃ ইয়াছমিন আক্তার [২২০৯১], আল জামিয়াতুত্তায়্যিবা লিল বানাত খাদিমুল কুরআন, জামালগঞ্জ, সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৬১। লুৎফা চৌধুরী [২২২৮৫] দারুল হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৬১। ছাবেরা বেগম [২২৮৭৮] জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী বালাউট, জকিগঞ্জ, সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৬১। তৃতীয় হয়েছেন, মাহমুদা বেগম, [২২৪৯৬] হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা আমনিয়া বাজার, গোপালগঞ্জ, সিলেট। প্রাপ্ত নাম্বার-৭২৮। চতুর্থ হয়েছেন, সুমাইয়া আক্তার উমামা [২২৫৩৫], আল আমিন বালিকা টাইটেল মাদরাসা, উত্তর কুশিয়ারা, ফেঞ্জুগঞ্জ, সিলেট। প্রাপ্ত নাম্বার-৭১৬। পঞ্চম হয়েছেন, মরিয়ম তাবাসুম তোহা [২২৬৪২], জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু সিলেট। প্রাপ্ত নাম্বার-৭১৬।
মহিলা সানাবিয়্যাহ মারহালা : প্রথম হয়েছেন, যাহিদা বেগম [২১৫৮৮] জামিয়া তায়্যিবা গোবিন্দ্রশ্রী, বিয়ানীবাজার সিলেট। প্রাপ্ত নাম্বার-৮০৩। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন, মোছাঃ সায়েমা বেগম [২১১১২] আল জামিয়াতুত্তায়্যিবা লিল বানাত খাদিমুল কুরআন, সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৯৯। মাহবুবা রহমান [২১৫৮৯], জামিয়া তায়্যিবা গোবিন্দ্রশ্রী, বিয়ানীবাজার সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৯৯। তৃতীয় হয়েছেন, ফাতেহা বেগম [২১৬২০] জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ আমতৈ, বিশ্বনাথ, সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৮৮। চতুর্থ হয়েছেন, নৌশিন আক্তার হাদিয়া [২১২৬০], দারুল হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৮৩। পঞ্চম হয়েছেন, নাফীসা খানম আহমেদ [২১৫৫০], জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৮২।
মহিলা মুতাওয়াসসিতাহ মারহালা : প্রথম হয়েছেন, খাদিজা আক্তার [২০৪৭২], আল আমিন বালিকা টাইটেল মাদরাসা উত্তর কুশিয়ারা, সিলেট। দ্বিতীয় হয়েছেন, সুমাইয়া আক্তার [২০১৭১], আল জামিয়াতুত্তায়্যিবা লিল বানাত খাদিমুল কুরআন, সুনামগঞ্জ। প্রাপ্ত নাম্বার-৭৭৭। তৃতীয় হয়েছেন, হানিফা বেগম হাদিয়া [২০৭৬৫], তরিজা বিবি মহিলা টাইটেল মাদরাসা ও এতিমখানা নূরানী মাদরাসা। প্রাপ্ত নাম্বার-৭৭২। চতুর্থ হয়েছেন, ফৌজিয়া আক্তার [২০৭০৮], জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা টাইটেল মাদরাসা, গোয়াইনঘাট, সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৫৮। পঞ্চম হয়েছেন, মোছাঃ মুর্শিদা আক্তার [২০৮১০], নিহাইন জামেয়া ইসলামিয়া হাফিজিয়া তাহিরিয়্যাহ মাদরাসা, গোয়াইনঘাট, সিলেট। প্রাপ্ত নাম্বার-৭৫৮।