| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী


পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী


রহমত ডেস্ক     02 December, 2021     04:54 PM    


শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করতে হবে। তবে এ ধরনের পরিকল্পনা এখন নেই।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।