| |
               

মূল পাতা অর্থনীতি জেনে নিন যানজটে দেশের কত ক্ষতি


জেনে নিন যানজটে দেশের কত ক্ষতি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 December, 2021     05:17 PM    


প্রতিদিন দুঃসহ জ্যাম। সময়মতো কাজে যেতে না পারা। পথেই রোগীর মৃত্যু। আগুন লাগলে ফায়ার সার্ভিসকর্মীদের পৌঁছাতে দেরি- এরকম নানাবিধ সংকটের মূলে রাজধানীর অসহনীয় জ্যাম। দিন দিন যেন যানজট লাগামছাড়া দানব, গ্রাস করে নিচ্ছে নগরবাসীর সময়, শ্রম, চিকিৎসা ও শিক্ষার গতি।

যানজট অপূরণীয় ক্ষতি করছে নগরবাসীর। জানা গেছে,  ঢাকায় এই যানজটের কারণে বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ২ দশমিক ৫ শতাংশ সরাসরি ক্ষতি হচ্ছে।

এ তথ্য জানা গেল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক গবেষণা সম্মেলন থেকে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, যানজটের কারণে জিডিপির ক্ষতি ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাথাপিছু আয়ের ক্ষতি হচ্ছে ৫ দশমিক ৮ শতাংশ। আর ঢাকার ওভারগ্রোথের কারণে ক্ষতি হয় জিডিপির ৬ শতাংশ।

ওই সম্মেলনে বিআইডিএস মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে দ্বিতীয় দিনে প্রায় ১৫টির মতো গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

এতে দেশের অন্যান্য শহরগুলোর উন্নয়নের ঘাটতি, বিদ্যুৎ ব্যবহারে পিছিয়ে থাকা নিয়েও গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক, কিন্তু উৎপাদন হয় কম কেন- এ ধরনের গবেষণাও তারা চালিয়ে যাচ্ছেন বলে সম্মেলন সূত্রে জানা গেছে।

/জেআর/