রহমতটোয়েন্টিফোর ডেস্ক 31 August, 2021 12:19 AM
আফগানিস্তানে অবস্থানরত ছয় বাংলাদেশি প্রকৌশলী দেশে ফিরছেন। এরা হলেন- রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মাদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।
মঙ্গলবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, শুক্র ও শনিবার দুই দফায় তারা কাতারের রাজধানী দোহায় পৌঁছেন। এই ৬ জন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে।
মোবাইল অপরেটর হিসেবে আফগান ওয়্যারলেসে কাজ করতেন তারা। তাদের দেশে ফেরার কথা ছিল ১৬ আগস্ট৷ কিন্তু ১৫ আগস্ট আফগান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তাদের যাত্রা বাতিল হয়। নানা উৎকণ্ঠার পর যাত্রার তারিখ হয় ২৬ আগস্ট, বোমা হামলার কারণে সেটাও ভেস্তে যায়৷ অবশেষে মার্কিন সৈন্যদের সহায়তায় গত শুক্র ও শনিবার কাতারের দোহায় পৌঁছেন তারা।
/ডব্লিওএ/জেআর/