| |
               

মূল পাতা সারাদেশ নির্মাণাধীন মসজিদ বিলীন হয়ে যাচ্ছে পদ্মায়


নির্মাণাধীন মসজিদ বিলীন হয়ে যাচ্ছে পদ্মায়


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 August, 2021     11:57 PM    


পদ্মাপাড়ের একটি মসজিদ বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। জানা যায়, ৭০ বছরের পুরনো জরাজীর্ণ মসজিদ ভবনটি ভেঙে নির্মাণ করা হচ্ছিল নতুন ভবন, কাজ চলছে ২ বছর ধরে। কাজ শেষের দিকে এমন সময় প্রবল পানির স্রোতে চলে যাচ্ছে পদ্মারগর্ভে। মসজিদটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে অবস্থিত।

মঙ্গলবার (৩১ আগস্ট) চৌসার গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে মসজিদের ইমাম তৈয়ব আলীর সঙ্গে কথা বলে জানা যায়, ৭০ বছর ধরে এ স্থানেই ছিল মসজিদটি। আগের ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এলাকাবাসী পুনরায় মসজিদটি নির্মাণ করছিল। প্রবল বর্ষণ আর তীব্র স্রোতে ভবনের নিচের মাটি দিন দিন সরে যাচ্ছে। যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে পদ্মার আথৈ জলে। অসহায় চোখে তাকিয়ে থাকা ছাড়া এখন আর আমাদের কিছুই করার নেই।

উজান থেকে নেমে আসা পানি প্রবল আকারে  বয়ে যাচ্ছে পদ্মায়, এতে করে  হাসাইল থেকে দীঘিরপাড় পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা যায়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, নদীভাঙন এলাকাগুলোতে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে।

/ডব্লিওএ/জেআর/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মুন্সিগঞ্জ টংগীবাড়ি