| |
               

মূল পাতা ফিচার ছবির গল্প: আফগানিস্তান ছেড়ে যাওয়া শেষ মার্কিন সেনা


ছবির গল্প: আফগানিস্তান ছেড়ে যাওয়া শেষ মার্কিন সেনা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 August, 2021     12:28 AM    


আফগানিস্তান ছেড়ে যাওয়া শেষ মার্কিন সেনার নাম মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ।

কে এই ব্যক্তি? কী তার পরিচয়? আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মেজর জেনারেল ক্রিস ডোনাহিউকে বিভিন্ন সময়ে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, উত্তর আফ্রিকা ও পূর্ব আফ্রিকায় মার্কিন সেনাবাহিনীর বৈদেশিক অপারেশনে অংশ নিতে ১৭ বার মোতায়েন করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) এক টুইট বার্তায় তার পরিচয় নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। তিনি যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর একটি সি-১৭ বিমানে আফগানিস্তান ছাড়েন।

আমেরিকান সেনাবাহিনীর নর্থ ক্যারোলিনা-ভিত্তিক ১৮তম এয়ারবোর্ন কর্পের অধীনস্থ ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডিং অফিসার এই মেজর জেনারেল। 'ইউএসএ টুডে'র প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন সৈন্যদের আফগানিস্তান ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ার পর এ মাসেই তিনি নিজ দেশের সৈন্যদের নিরাপদে ফিরে যেতে সাহায্য করার জন্য কাবুল এয়ারপোর্টে এসে পৌঁছান।

জানা গেছে, ১৯৯২ সালে ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমি থেকে স্নাতক শেষে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন ডোনাহিউ। এছাড়া পেন্টাগনেও জয়েন্টস চিফ অব স্টাফসের চেয়ারম্যানের একজন বিশেষ সহকারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আফগানিস্তানের ত্যাগের মুহূর্তে সি-১৭ এয়ারক্রাফটটিতে তার ওঠার ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

/জেআর/