রহমত নিউজ 19 October, 2025 01:32 PM
সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। বিশেষ করে আজকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় হঠাৎ অগ্নিকাণ্ড এবং মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাগুলো একযোগে আমাদের মনে প্রশ্ন তুলেছে, এসব কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে?
শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,এ ধরনের অস্বাভাবিক ঘটনা শুধু জান-মালের ক্ষয়ক্ষতি ঘটায় না; বরং দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনমনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তাই এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি।
তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে, তারা যেন অতি দ্রুত তদন্ত করে দায়ীদের খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।