মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় : রাশিয়া
রহমত নিউজ 19 October, 2025 12:16 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআরের পরিচালক সের্গেই নারিশকিন।
গতকাল সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হলো, দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি।’
শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মেহর নিউজ।
তিনি আরও বলেন, রাশিয়া মনে করে, আফগানিস্তানের সঙ্গে খোলামেলা, সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।
নারিশকিন বলেন, ‘আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই। কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব।’