| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সকল দলের সম্মতি ছাড়া জুলাই সনদের গ্ৰহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


সকল দলের সম্মতি ছাড়া জুলাই সনদের গ্ৰহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


রহমত নিউজ     19 October, 2025     10:46 AM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, সকল দলের সম্মতি স্বাক্ষর ও ঐকমত্য ছাড়া জুলাই সনদের গ্ৰহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।  

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর কামরাঙ্গীর চরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যাদের রক্তের উপর ভর করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তাদের উপর রাষ্ট্রীয় দমন-পীড়নে দেশবাসী উদ্বিগ্ন। এই নগ্ন হামলা গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

জুলাই ২৪ ও শাপলা চত্বরে শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে অনুদান দেওয়ায় সরকারকে স্বাগত জানান তিনি।

মাওলানা মিয়াজী বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান করে এর ভিত্তিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। 

আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী দেশের আইন-শৃঙ্খলার অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, রাজধানীর সহ সারাদেশে আশঙ্কাজনক হারে চুরি ছিনতাই ডাকাতি খুন রাহাজানি ও ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। তিনি গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসার ছাত্রী ধর্ষণ এবং সাভারে তিন খ্রিস্টান যুবক কর্তৃক কলেজ ছাত্রী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দলের শরীয়ত বিষয়ক উপদেষ্টা হাজী ফারুক আহমদ, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ রুকনুজ্জামান রোকন, হাজী জালাল উদ্দিন বকুল, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা মীর ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহ প্রচার সম্পাদক মুফতি কামরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী আবুল হাসান শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজেদুর রহমান, ইঞ্জিনিয়ার মুফাসসিল হোসাইন, আমির মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল বারি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকির, জনাব আতিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা গাজী ইউসুফ, মাওলানা আল আমিন, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, মুফতি আবুল হাসান কাসেমী ও মাওলানা মোশারফ মোশাররফ হোসাইন রায়পুরী প্রমুখ।