| |
               

মূল পাতা রাজনীতি ‘একতরফা’ নির্বাচন জনগণ মানে না : জাতীয় মুক্তি কাউন্সিল


‘একতরফা’ নির্বাচন জনগণ মানে না : জাতীয় মুক্তি কাউন্সিল


রহমত নিউজ ডেস্ক     07 December, 2023     10:41 AM    


জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, সরকার গদি দখলে রাখার স্বার্থে পদলেহী নির্বাচন কমিশন দিয়ে ৭ জানুয়ারি এক তরফা নির্বাচন করতে চলেছে। জনগণ এই এক তরফা নির্বাচন মানে না। প্রহসনের এই নির্বাচন শুধু বর্জনই নয়, একে প্রতিহত করতে জনগণকে এগিয়ে আসতে হবে। লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ শাসকশ্রেণীর প্রতিনিধি হাসিনা সরকার দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্ত ব্যর্থ করতে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা সব গণতান্ত্রিক সংগঠনের প্রতি আহ্বান জানাই।

বুধবার (৬ ডিসেম্বর) ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাউন্সিল আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা অঞ্চল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চল সম্পাদক হেমন্ত দাষ ও ঢাকা অঞ্চল মুক্তি কাউন্সিল সংগঠক রফিক আহমেদ।

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণকে ভূমি থেকে উচ্ছেদ করে এই শাসকশ্রেণী  আমোদ-প্রমোদের পর্যটন কেন্দ্র তৈরি করেছে। উচ্ছেদকৃত জনগণকে কোনও ক্ষতিপূরণ দেয়নি। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর  জনগণের ওপর নিপীড়ন নির্যাতন বন্ধ করার দাবি জানান তিনি।

ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের সম্পাদক হেমন্ত দাস অভিযোগ করেন, বিরোধী দল ও মতকে দমন করতে সরকার গ্রামপর্যায়ে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। ‘সন্ত্রাসী’ তকমা লাগিয়ে বিএনপি নেতা–কর্মীদের জেলে পোরা হচ্ছে। সরকারের হুকুমই এখন দেশে আইনে পরিণত হয়েছে।

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের হত্যার বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান ঢাকা অঞ্চল মুক্তি কাউন্সিল সংগঠক রফিক আহমেদ।