মূল পাতা শিক্ষাঙ্গন একনজরে বেফাকের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস
জামিল আহমদ 22 October, 2023 09:38 PM
দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস পুনর্গঠন করা হয়েছে। মজলিসে খাসে নতুনভাবে যুক্ত হয়েছেন বেফাকের দুই সহ সভাপতি। জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম ময়মনসিংহের মুহতামিম মাওলানা আবদুর রহমান হাফেজ্জী ও দারুল উলুম দত্তপাড়া নরসিংদীর মুহতামিম মাওলানা শওকত হোসাইন সরকার।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ঢাকার যাত্রবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাকের নতুন ভবনে ১১তম মজলিসে উমুমি সম্মেলেনে মনোনীত আমেলা সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে এ পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়। বিষয়টি রহমত নিউজকে নিশ্চিত করেছেন বেফাকের নির্বাহী সদস্য ও প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
একনজরে বেফাকের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস
০১. মাওলানা মাহমুদুল হাসান
০২. মাওলানা শায়খ সাজিদুর রহমান
০৩. মাওলানা আবদুল কুদ্দুস
০৪. মাওলানা আবদুর রহমান হাফেজ্জী
০৫. মাওলানা আবদুল হামিদ মধুপুরী
০৬. মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী
০৭. মাওলানা জাফর আহমদ
০৮. মুফতি ফয়জুল্লাহ
০৯. হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী
১০. মাওলানা আনাস মাদানী
১১. মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া
১২. মাওলানা রুহুল আমিন খান উজানভী
১৩. মাওলানা শওকত হোসাইন সরকার
১৪. মুফতি মনসুরুল হক
১৫. মুফতি নিয়ামতুল্লাহ ফরিদী
১৬. মাওলানা মাহফুজুল হক
১৭. মাওলানা মনিরুজ্জামান
আরো পড়ুন : একনজরে বেফাকের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ
বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সিনিয়র সহ সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, সহ সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস ফরিদাবাদ, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা আবদুল হামিদ মধুপুরী, মাওলানা জাফর আহমদ, মুফতি ফয়জুল্লাহ, হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা রুহুল আমিন খান উজানভী, মাওলানা শওকত হোসাইন সরকার নরসিংদী, মুফতি মনসুরুল হক, মুফতি নিয়ামতুল্লাহ ফরিদী অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, নির্বাহী সদস্য ও প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ সারাদেশের শতাধিক আমেলা সদস্যরা।
আরো পড়ুন : বেফাকের ১৫০ সদস্যের মজলিসে আমেলায় স্থান পেলেন যারা
উল্লেখ্য, ২০১৬ সালের ২১ নভেম্বর বেফাকের সাবেক সভাপতি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রাহমাতুল্লাহি আলাইহির সভাপতিত্বে আলজামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মূঈনুল ইসলাম হাটহাজারীতে অনুষ্ঠিত বেফাকের মজলিসে আমেলায় বেফাকের যেকোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সর্বপ্রথম মজলিসের খাস গঠন করা হয়। খাস কমিটি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর সেটি আমেলা বৈঠকে চূড়ান্তভাবে পাশ করা হয়।
প্রতিষ্ঠাকালীন সময়ে মজলিসের খাসের সদস্য ছিলেন, বেফাকের সাবেক সভাপতি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, সাবেক সিনিয়র সহ সভাপতি মাওলানা আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা নূর হোসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা নুরুল ইসলাম জিহাদী রাহমাতুল্লাহি আলাইহি, সাবেক যুগ্ম মহাসিচব মাওলানা নুরুল আমীন রাহমাতুল্লাহি আলাইহি, বর্তমান সিনিয়র সহ সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, সহ সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আবদুল হামিদ মধুপুরী, হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
প্রসঙ্গত, গত শনিবার (৭ অক্টোবর) ঢাকার যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় মিলনায়তনে মজলিসে উমুমির সম্মেলনে আগত প্রায় ৩ হাজার উমূমী সদস্যের মতামতের ভিত্তিতে ১১তম মজলিমে উমুমিতে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের মজলিসে আমেলা এবং ২৮৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা কমিটির অনুমোদন হয়।
মজলিসে উমুমীর সম্মেলনে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও মহাসচিব ব্যতিত বাকিদের নাম প্রস্তাব করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এর আগে, সভায় আগামী পাঁচ বছরের জন্য সভাপতি পদে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম মাওালানা মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি পদে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া বি-বাড়িয়ার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান ও মহাসচিব পদে রাজধানীর ঢাকা মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হকের নাম প্রস্তাব করেন বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন গহরপুরী।