| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন একনজরে বেফাকের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ


একনজরে বেফাকের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ


জামিল আহমদ     08 October, 2023     12:31 PM    


দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের মজলিসে আমেলা এবং ২৮৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরার নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীস্থ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মিলনায়তনে মজলিসে উমুমির সম্মেলনে আগত প্রায় ৩ হাজার উমূমী সদস্যের মতামতের ভিত্তিতে এসব কমিটির অনুমোদন হয়। সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও মহাসচিব ব্যতিত বাকিগুলোর নাম প্রস্তাব করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। 

এর আগে, সভায় আগামী পাঁচ বছরের জন্য সভাপতি পদে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি পদে বি-বাড়িয়া দারুল আরকাম আলইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা শায়খ সাজিদুর রহমান ও মহাসচিব পদে রাজধানীর ঢাকা মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহফুজুল হকের নাম প্রস্তাব করেন বেফাকের সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী।

একনজরে বেফাকের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ
১. মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর ফটিকছড়ি, চট্টগ্রাম
২. মাওলানা শায়খ আহমদ, শায়খুল হাদিস, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম
৩. মাওলানা নুরুল ইসলামী আদীব, মুহতামিম ও শায়খুল হাদিস, দারুল ঊলূম আল হোসাইনিয়া ওলামাবাজার, সোনাগাজী, ফেনী
৪. মাওলানা জিয়া উদ্দিন, মুহতামিম, জামিয়া শাহিদিয়া ইমদাদিয়া ঝাঞ্জাইল, নেত্রকোণা
৫. মাওলানা আবদুল হক, মুহতামিম, জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ ময়মনসিংহ
৬. মাওলানা নুরুল হক, মুহতামিম, জামিয়া ইসলামিয়া হামিদিয়া বটগ্রাম, কুমিল্লা
৭. মাওলানা আশেকে এলাহী, সদরুল মুদাররিস, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, বি-বাড়িয়া
৮. মাওলানা আবুল কালাম, মুহতামিম, জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া মুহাম্মদপুর ঢাকা
৯. মাওলানা আবদুল্লাহ, মুহতামিম, কাসিমুল উলূম মাদরাসা বাহুবল, হবিগঞ্জ
১০. হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মুহতামিম, জামিয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা, সিলেট
১১. মুফতি ওলিউর রহমান, মুহতামিম ও শায়খুল হাদিস, জামিয়া মদীনাতুল উলূম দারুস সালাম খাসদবীর, সিলেট
১২. মাওলানা আবদুল আজিজ, মুহতামিম, জামিয়া ইসলামিয়া আশরাফুল ঊলূম ধুলেরচর, টাঙ্গাইল
১৩. মাওলানা তাজুল ইসলাম, মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া ফিরোজশাহ, চট্টগ্রাম
১৪. মাওলানা হারুন, মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম রুহুল ইসলাম সৈয়দপুর, নীলফামারী
১৫. মাওলানা আশরাফ আলী, মুহতামিম, জামিয়া নূরিয়া তারাপাশা, কিশোরগঞ্জ।