| |
               

মূল পাতা জাতীয় ফিলিস্তিনের পক্ষে তাহাফফুজে খতমে নবুওয়তের বিক্ষোভ


ফিলিস্তিনের পক্ষে তাহাফফুজে খতমে নবুওয়তের বিক্ষোভ


রহমত নিউজ     13 October, 2023     07:32 PM    


ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হাজার হাজার মুক্তিকামী জনতার ওপর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও  মিছিল করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

আজ (১৩ অক্টোবর) শুক্রবার বাদ জুমা খিলগাঁও চৌরাস্তা মোড়ে এ  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাওলানা ইউনুস ঢালির সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী। বক্তব্য রাখেন মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আল আমিন, মাওলানা সুলতান আহমদ, মাওলানা মোমিনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রব্বানী বলেন, ইসরাইল আরব বিশ্বের জন্য বিষফোঁড়া। এই বিষফোঁড়া উপড়ে ফেলতে হবে। ফিলিস্তিনের স্বাধীন-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বায়তুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কেবলা। বায়তুল মুকাদ্দাস মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। মুসলমানরা আজ সব জায়গায় নির্যাতিত। মুসলিম উম্মাহকে রক্ষায় মক্কাভিত্তিক মুসলিম জাতিসংঘ গঠন করা সময়ের অপরিহার্য দাবি। তিনি বাংলাদেশ সরকারসহ মুসলিম রাষ্ট্র প্রধানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল খিলগাঁও চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে মালিবাগ রেলস্টেশন হয়ে চৌরাস্তা এসে শেষ হয়।