| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল রেজাউল হত্যার বিচারের দাবিতে খেলাফত ছাত্র আন্দোলনের মানববন্ধন


রেজাউল হত্যার বিচারের দাবিতে খেলাফত ছাত্র আন্দোলনের মানববন্ধন


রহমত নিউজ ডেস্ক     01 August, 2023     06:35 PM    


ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহের শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের দুই গ্রুপের সংঘর্ষের সময় নিরীহ মাদরাসাছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যার বিচার ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

সংগঠনের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইন, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমান, জামিয়া নূরিয়া শাখা সভাপতি মেরাজুল ইসলাম, সহসভাপতি আলী হোসাইন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, হাফেজ রেজাউল করীম একজন নিরীহ মাদ্রাসাছাত্র। সে কোন দলীয় রাজনীতির সাথে যুক্ত নয়। তারপরেও তার উপরে যারা হামলা করে হত্যা করেছে তারা মানবতার শত্রু। শান্তি সমাবেশে নিজেরা নিজেরা সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনারও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ঘৃণিত এই হত্যাকাণ্ডের চারদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার তো দূরের কথা, সরকারের সরাষ্ট্রমন্ত্রী কিংবা পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের কারো থেকে এখন পর্যন্ত দোষীদের গ্রেফতার এবং বিচারের কোন আশ্বাসবাণীও শোনা যায়নি। অবিলম্বে রেজাউল করীম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শহীদ রেজাউল করীমের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

সভাপতির বক্তব্যে হাফেজ জাকির বিল্লাহ বলেন, কুরআনের ভাষায় যে ব্যক্তি অন্যায়ভাবে  কাউকে হত্যা করল সে যেন সমগ্র মানবজাতিকেই হত্যা করল। হাফেজ রেজাউল করীমের মত একজন নিরীহ ছাত্রের হত্যাকাণ্ডের দেশের আপামর ছাত্রসমাজ ব্যথিত, ক্ষুব্ধ। আইনের শাসন না থাকায় দেশের রাজনীতির যুপকাষ্ঠে বলি হচ্ছে সাধারণ মানুষ। শিক্ষাঙ্গনগুলোতে চলছে র‌্যাগিং এর নামে নির্যাতন। ক্ষমতার দ্বন্ধে আর কোন মানুষের প্রাণহানি এদেশের ছাত্রসমাজ  বরদাশত করবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেজাউল করীমের হত্যাকারীদের সনাক্ত করা এবং দ্রুত গ্রে হত্যায় বিচার না হলে ছাত্রসমাজকে সাথে নিয়ে খেলাফত ছাত্র আন্দোলন দুর্বার আন্দোলন গড়ে তুলবে।