| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ পশ্চিমারা ভালো কিছু বয়ে আনতে পারেনি : সাবেক রুশ প্রধানমন্ত্রী


পশ্চিমারা ভালো কিছু বয়ে আনতে পারেনি : সাবেক রুশ প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক     12 July, 2023     01:32 PM    


রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধকে কাছাকাছি নিয়ে এসেছে। পশ্চিমাদের সহায়তা রাশিয়াকে নিজেদের লক্ষ্য অর্জন থেকে সরাতে পারবে না। পশ্চিমারা ভালো কিছু বয়ে আনতে পারেনি...আসলে, এটা একটি শেষ পরিণতি। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে। আমাদের জন্য এসবের অর্থ কী? সবকিছুই পরিষ্কার। বিশেষ সামরিক অভিযান নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলবে।

লিথুয়ানিয়ার রাজধানীতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের ন্যাটোর সম্মলনের প্রথম দিনে জোটের কয়েকটি দেশ কিয়েভকে আরো সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনে চলা যুদ্ধকে নিজেদের ‘বিশেষ সামরিক অভিযান’ দাবি করে আসছে মস্কো। কিন্তু ন্যাটোসহ অন্যান্য দেশের মিত্ররা একে রাশিয়ার আগ্রাসন হিসেবে দেখে। ইউক্রেনে ঢালাও সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দিচ্ছে দেশগুলো। যতদিন প্রয়োজন সহায়তা অব্যাহতের প্রতিশ্রুতি দিয়েছে মিত্ররা।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রতি ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। যা নিয়ে মিত্রদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ কেউ বলছে, এটি বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাবে। কারণ এই ক্লাস্টার বোমা অনেক দিন এমনকি বছরের পর বছর অক্ষত থাকতে পারে। ফলে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। বিশ্বের অনেক উন্নত দেশ ক্লাস্টার বোমা ব্যবহারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনকে দেওয়া গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় এটি দেওয়ার পরিকল্পনা তাদের। এর তীব্র সমালোচনা করেছেন দিমিত্রি মেদেভেদেভ। সূত্র: রয়টার্স