| |
               

মূল পাতা সারাদেশ যারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হলেন


যারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হলেন


রহমত নিউজ ডেস্ক     12 December, 2022     06:48 PM    


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-নাসিকের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। নাসিকের চতুর্থ মাসিক সভায় উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে কাউন্সিলর আবদুল করিম বাবুকে প্যানেল মেয়র-১, কাউন্সিলর শাহজালাল বাদলকে প্যানেল মেয়র-২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর শারমীন হাবিব বিন্নিকে প্যানেল মেয়র-৩ নির্বাচিত করা হয়।

আজ (১২ ডিসেম্বর) সোমবার দুপুরে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে নগর ভবনের পঞ্চম তলার সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আব্দুল করিম বাবু ২০ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ১০ ভোট পেয়েছেন ও সাবেক প্যানেল মেয়র সংরক্ষিত ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা পেয়েছেন ৪ ভোট। 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র-২ পদে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল নির্বাচিত হয়েছেন। প্যানেল মেয়র-৩ এ ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি ২০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাওন অঙ্কন পেয়েছেন ১১ ভোট ও ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদ পেয়েছেন ৩ ভোট। 

উল্লেখ্য, ৩৬ জন কাউন্সিলরের মধ্যে দুইজন কাউন্সিলর মামলা সংক্রান্ত জটিলতায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এদিন মোট ভোট পড়েছে ৩৪টি।  নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা গণমাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তারা নগরবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, নাসিকের মাসিক সভায় কার্যবিবরণী সর্ম্পকে আলোচনাসহ মহান বিজয় দিবস উদযাপন, রাজস্ব আদায়ে অগ্রগতি, মাসিক আয়-ব্যয়ের পর্যালোচনা, পানি সরবরাহ বিভাগের নিয়মিত সেবা, ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী কোনো কারণে সিটি করপোরেশনের দায়িত্ব পালনে মেয়র অসমর্থ বা অসুস্থ হলে পুনরায় স্থায়ী দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত ক্রমানুসারে প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করবেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর