রহমত নিউজ ডেস্ক 29 November, 2022 05:18 PM
বর্ণাঢ্য আয়োজনে বরেণ্য বুযুর্গ হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ (২৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯ টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় মারকাজুল খেলাফতে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কালিমার পতাকা উত্তোলন করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। জাতীয় পতাকা উত্তোলন করেন মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ও দলীয় পতাকা উত্তোলন করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন। দলীয় তারানা পরিবেশন করবেন প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। আমীরে শরীয়তের নসিহত ও মুনাজাতের মাধ্যমে পতাকা উত্তোলন অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নান্নু মুন্সি, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, যুব বিষয়ক সম্পাদক মুফতি আফম আকরাম হোসাইন, কামরাঙ্গীরচর থানা সভাপতি মাওলানা সাজিদুর রহমান ফয়েজী প্রমুখ। শুরুতে কুরআন তিলাওয়াত করেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা কারী সিদ্দিকুর রহমান।
খেলাফত আন্দোলনে ফিরলেন মুফতি ফখরুল ইসলাম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত আন্দোলনে ফিরে এসেছেন মাওলানা ফখরুল ইসলাম। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
ফিরে আসার ঘোষণা দিয়ে মুফতি ফখরুল ইসলাম বলেন, কোন এক কারণে আমি বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে দূরে ছিলাম। আমি তওবা করে আবার ফিরে আসলাম। আজীবন খেলাফত আন্দোলেনের কাজ করব। ইনশাআল্লাহ।
আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পুনর্নির্বাচিত
এরপর সকাল ১০ টায় আমীরে শরীয়তের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন এবং দুপুর ১২ টায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। এতে সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী ২বছরের জন্য আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আমীর এবং মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী মহাসচিব পুনর্নির্বাচিত হন। নির্বাচিত আমীর ও মহাসচিব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমীর মাওলানা শেখ আজিমউদ্দিন, নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মুফতি আবদুল আজিজ,হাজী জালালুদ্দিন বকুল, সহকারী মহাসচিবমাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা ফিরোজ মোল্লা আশরাফী, রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, সাংগঠিনক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, যুগ্ম সাংগঠিনক সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দাওয়াত ও তাবলীগ বিষয়ক সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, শিক্ষা-দীক্ষা বিষয়ক নাজেম মাওলানা সাঈদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হোসাইন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নিয়ামত আলী ফকির, সদস্য মাওলানা আনোয়ারউল্লাহ ভুইয়া, মাওলানা জুনায়েদ কাঠখালী, মুফতি আঃ আজিজ চট্টগ্রাম, মাওলানা মুশতাক আহমদ শরীয়তপুরী, মাওলানা শেখ সাদী নারায়ণগঞ্জ, মাওলানা আরিফ বিল্লাহ হবিগঞ্জ, মুফতী শিহাবুদ্দিন গোপালগঞ্জ, হাফেজ মাওলানা মীযানুর রহমান ফরিদপুর, মাওলানা শেখ নাসিরুদ্দীন সিলেট, মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা, মাওলানা আঃআজিজ খোমেনী কুমিল্লা, এডভোকেট জয়নাল আবেদীন ফরিদপুর, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা আহমদ আলী ময়মনসিংহ, মুফতী মুশাররফ হোসেন নরসিংদী, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর, মুক্তিযুদ্ধা ক্বারী মাসউদুল হক কিশোরগঞ্জ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা গাজী আবদুর রহিম, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আবুল হাসান কাসেমীসহ জেলা নেতৃবৃন্দ।