| |
               

মূল পাতা জাতীয় রেমিট্যান্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: নৌ প্রতিমন্ত্রী


রেমিট্যান্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: নৌ প্রতিমন্ত্রী


রহমত ডেস্ক     20 November, 2022     03:52 PM    


রেমিট্যান্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রেমিট্যান্সের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কথার সাথে বাস্তবতার অনেক ফারাক রয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিপিং খাত: বাস্তবতা ও করণীয়’ গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি সচল রাখতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। করোনার সময়ে অর্থনীতি চাঙ্গা রেখে সরকার তা প্রমাণ করেছে। মির্জা ফখরুল বলছেন, দেশ তলা বিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। এই ধরনের কথাবার্তা বলে দেশের মানুষকে অযথা আতঙ্কিত করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, রিজার্ভ কিছুটা কমে গিয়েছে। কারণ রিজার্ভের টাকা থেকে দেশের প্রয়োজনে অর্থনীতি সচল রাখতে কেনাকাটা করা হয়েছে। আগামী বছর পায়রা বন্দরের ফাস্ট টার্মিনাল চালু হবে। দেশের উন্নয়ন কার্যক্রম কোনো কিছু থেমে নেই। যদি অর্থনৈতিক দুরবস্থা থাকতো, তাহলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতো বলেও জানান তিনি।