রহমত নিউজ 28 October, 2022 08:44 PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ওবায়দুল কাদের বলেছিলেন, মাসুদ ভালো হয়ে যাও। আমি আপনাকে বলছি, কাদের ভাই এখনো সময় আছে ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ।
আলাল বলেন, ওবায়দুল কাদের বলেন, আমাদের উপর আস্থা রাখুন। আপনাদের উপর কীসের আস্থা রাখব? একটা প্রকল্প ১৩ বছর ধরে করছেন শেষ হয় না। আপনার নিজের ভাই আপনার উপর আস্থা রাখে না। সেখানে আপনাদের উপর কীসের আস্থা রাখব আমরা। প্রতারকের দল হচ্ছে আওয়ামী লীগ। অসত্যের দল হচ্ছে আওয়ামী লীগ। এই দল যতবার তাদের নাম পাল্টিয়েছে ততবার তাদের চরিত্র পাল্টিয়েছে। তাদের নির্দিষ্ট কোনো চরিত্র নেই। নির্দিষ্ট কোনো লোকও নেই। যেটা বিএনপিতে আছে।
তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বন্দি। বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মুখ থেকে আজ পর্যন্ত এ ধরনের কথা শুনিনি। যেটা শুনে বিরোধী দলের কেউ কষ্ট পেয়েছে। অথচ আজকের প্রধানমন্ত্রী প্রতিদিনই এমন ভাষায় কথা বলছেন, যা পরিবার নিয়ে শোনা যায় না। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন বেগুনের মধ্যে এক কেজির জায়গায় দুই কেজি লবণ দিয়ে খাব তাতে কার কী। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে তিনি বলেছিলেন একদিনও শান্তিতে থাকতে দেবো না।যখনই দেখবেন খালেদা জিয়া মুক্ত হয়েছে তখনই বুঝবেন দেশে গণতন্ত্র ফিরে এসেছে।