| |
               

মূল পাতা জাতীয় জাতীয় গ্রিড বিপর্যয়ে দোষীদের চিহ্নিত করতে আরও ৪ কমিটি


জাতীয় গ্রিড বিপর্যয়ে দোষীদের চিহ্নিত করতে আরও ৪ কমিটি


রহমত ডেস্ক     18 October, 2022     06:52 AM    


জাতীয় গ্রিডে বিদ্যুতের বিপর্যয় নিয়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার (১৭ অক্টোবর) দিনের বিভিন্ন সময়ে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়।

বিদ্যৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে কমিটিগুলো গঠন করা হয়েছে। গঠিত কমিটিগুলোকে গ্রিড বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালন কাউসার আমীর আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্ল্যাক-আউটের ঘটনা ঘটে। ওই দিন দুপুর ২টা ৪মিনিটে বিদ্যুৎ চলে যায়। শুরুতে মনে করা হয়েছিল সাধারণ লোডশেডিং। কিন্তু সময় গড়ানোর পর জানা যায়, বড় রকমের ব্ল্যাক-আউটের মুখে পড়েছে বাংলাদেশের অর্ধেক অঞ্চল।

টানা ৬ থেকে ৭ ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ। এর আগে ২০১৪ সালের নভেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ ঘণ্টার ব্ল্যাকআউট হয়।