রহমত নিউজ 18 October, 2022 06:59 AM
খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (১৮ অক্টোবর) ভোররাত ৩টায় রাজধানীর এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
বিষয়টি রহমত নিউজকে নিশ্চিত করে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল জানান, রাজধানীর মীর হাজিরবাগ সকাল সাড়ে ৯টায় তামিরুল মিল্লাত মাদরাসা মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে গ্রামের বাড়ী পিরোজপুরের নেসারাবাদে দাফন হবে।
অধ্যাপক মোঃ আবদুল জলিল বলেন, ছাত্র জীবন থেকে আমৃত্যু ইসলামী বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে সক্রীয় ভূমিকা পালন করে আল্লাহর সান্নিধ্যে পাড়ি জমালেন অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম। আল্লাহ তায়ালা আমাদের আবদুল হালিম ভাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম কর্মজীবনে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ছিলেন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ও আমৃত্যু উপদেষ্ঠা ছিলেন।