রহমত ডেস্ক 18 September, 2022 11:11 AM
জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবেশী বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে ঢিল লেগে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর নাম মেহেরুন নেছা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নে ফুলবাড়ীয়া এলাকায় বাবা ফরহাদ মিয়া ও ছেলে জিহাদ হাসানের মধ্যে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। ছেলে জিহাদ হাসান রাগের মাথায় পাশে থাকা ইটের টুকরা দিয়ে বাবাকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে মারলে ইটের ঢিলটি প্রতিবেশী রহিস উদ্দিনের স্ত্রী মেহেরুন নেছার বুকে লাগে। এতে ঘটনাস্থলেই মেহেরুন নেছার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে মেহেরুন নেছা নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর সরিষাবাড়ী