| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ কিডনি রোগী হবে’


‘২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ কিডনি রোগী হবে’


রহমত ডেস্ক     15 September, 2022     09:14 PM    


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোওয়ারী এমপি বলেছেন, রাজধানী ঢাকায় বায়ু দূষণ মাঝেমধ্যে মহামারি পর্যায়ে পৌঁছায়। কেউ পরিবেশ নিয়ে সচেতন নই। এমনকি গ্লোবাল ওয়ার্ড কমিউনিটিও এ নিয়ে কোনো কাজ করছে না। আমরা সবসময় পরিবেশ মহামারির মধ্যে বসবাস করছি। পরিবেশ দূষণ কমানোর জন্য আমরা সোচ্চার নই। সরকারি-বেসরকারি উভয় পক্ষই বৈশ্বিক উন্নত দেশের দূষণকারী থেকে আমারা ক্ষতিপূরণ আদায় করতে পারছি না। স্থানীয়ভাবে আমরা যে পরিমাণ দূষণ করছি তা ধারণার বাইরে। আমাদের দেশে রোগীর সংখ্যা বিশেষভাবে ক্যানসার এবং কিডনি রোগী বাড়ছে। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ৫০ লাখ কিডনি রোগী হবে। এত রোগীর ডায়ালাইসিস চিকিৎসা ব্যবস্থাপনা করা কোনো ভাবেই সম্ভব নয়। এ রকম অনেক দুরারোগ্য ব্যাধি বাড়ছে যা আমাদের পরিবেশ দূষণের ফল।

আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র-ক্যাপস ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র-ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদ আখতার হোসেন, স্টামফোর্ড বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, ইউএসএআইডি পক্ষে আশরাফুল হক, ইউএস ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের পক্ষে জাস্টিন গ্রীণ এবং ড. আবু মোস্তফা কামাল উদ্দিন, স্টামফোর্ড বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, সহকারী অধ্যাপক ড. মাহমুদা পারভীন ও সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মারুফা গুলশাল আরা এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ ফেলো হুমায়ূন কবির।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা