| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেই ছাড়া পাবে ইসরাইলি সেনারা


ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেই ছাড়া পাবে ইসরাইলি সেনারা


আন্তর্জাতিক ডেস্ক     14 September, 2022     04:42 PM    


বন্দী বিনিময় চুক্তি ছাড়া কোনোভাবেই গাজায় বন্দী ইসরাইলি যুদ্ধবন্দী সেনাদের মুক্তি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

মিডলইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ মন্তব্য করেন, ইসরাইলি সৈন্যদের মুক্তি না দেওয়া হলে গাজায় ফিলিস্তিনি শ্রমিকদের আর কোনো কাজের অনুমতি দেয়া হবে না।  এই মন্তব্যের জবাবে হামাসের মুখপাত্র ইসমাইল রিদওয়ান বলেন, যুদ্ধবন্দী ইস্যুটির সাথে অন্যান্য কোনো কিছুর কোনো সম্পর্ক নেই।

রিদওয়ান পুনর্ব্যক্ত করে বলেন, ইসরাইলি বন্দীরা কেবল তখনই মুক্তি পাবে, যখন ফিলিস্তিনি বন্দীরা ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাবে।

এর আগেও হামাসের মুখপাত্র বলেছেন, হামাস ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ইস্যুটিকে পরিত্যাগ করতে পারে না। তাই নিজেদের সেনাদের মুক্তির আগে হামাসের দেয়া শর্ত পরিপালনের দাবি জানিয়েছেন তিনি।