| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি ভারত-বাংলাদেশ আলাদা দেশ মনে হয় না: মির্জা আব্বাস


ভারত-বাংলাদেশ আলাদা দেশ মনে হয় না: মির্জা আব্বাস


রহমত নিউজ ডেস্ক     14 September, 2022     04:52 PM    


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী সব দিয়ে এসেছেন। কোন অর্জন নেই। দেশতো এক বানিয়ে ফেলেছে ভারত আর বাংলাদেশ আলাদা দেশ মনে হয় না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শেষ হওয়ার পর এতো দেরিতে প্রেস কনফারেন্স করছে কারণ ভারত সফর নিয়ে বলার কিছু নেই। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে ‘আওয়ামী লীগের সরকারে টিকে থাকার ষড়যন্ত্র’ আখ্যায়িত করে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কমিশনার সরকারের গোলামি করছে। এরা জ্ঞান পাপী। নির্বাচনের আগে এই নির্বাচন কমিশন ও সরকারকে বিদায় জানানো হবে। নির্বাচন চাপিয়ে দিলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে ।

তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশন গণতন্ত্র চায় না। তারা এখন আওয়ামী লীগের মোসাহেবি করছে, গোলামী করছে।”