রহমত ডেস্ক 05 September, 2022 09:14 AM
জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হয়।
গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে।
নিয়মানুযায়ী, সোমবার (৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
এদিন কোন এলাকায় লোডশেডিং হবে, এর সূচি দিয়েছে ডেসকো, নেসকো এবং ওজোপাডিকো। নিচের লিংকে ক্লিক করে চলুন দেখে নেয়া যাক।
তবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ওয়েবসাইটে তাদের আওতাধীন রাজধানীর যেসব এলাকা রয়েছে, সেসব এলাকায় রোববার লোডশেডিংয়ের কোনো তালিকা প্রকাশ করেনি। এদিকে লোড বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোডশেডিং কমবেশি হতে পারে বিধায় হালনাগাদের তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।