মূল পাতা মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানীতে পরিণত হচ্ছে সৌদি আরব!
মুসলিম বিশ্ব ডেস্ক 05 September, 2022 09:18 AM
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন বলেছে, সৌদি আরব দিন দিন মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানীতে পরিণত হচ্ছে এবং অবৈধ মাদকদ্রব্যের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আটার গুদাম থেকে ৪ কোটি ৭০ লাখ পিস অ্যামফেটেমিন ট্যাবলেট উদ্ধার করার পর সিএনএন এই মন্তব্য করল।
সিএনএন'র ওই রিপোর্ট বলা হয়েছে, সৌদি আরবে রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য আটক করার পর একথাই পরিষ্কার হচ্ছে যে, সৌদি আরব দিন দিন মাদকের রাজধানীতে পরিণত হয়েছে। পাশাপাশি সৌদি আরব মধ্যপ্রাচ্যের প্রাথমিক গন্তব্যে পরিণত হচ্ছে।
সিএনএন’র রিপোর্ট আরো বলা হয়েছে, সৌদি আরব মাদকদ্রব্যের অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য এবং এই অবস্থা দিন দিন কেবল বাড়ছেই।
মাদকের বিরাট চালান আটকের পর সৌদি কর্তৃপক্ষ এই মাদকের নাম এবং পরিমাণ সম্পর্কে কোন তথ্য জানায়নি। কিন্তু জাতিসংঘ অফিস অ্যামফেটেমিন ট্যাবলেট আটকের কথা জানিয়েছে। রিপোর্টে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে, সৌদি আরবের তরুণ প্রজন্মের লোকজন সবচেয়ে বেশি মাদক ব্যবহার করে।
-পার্সটুডে