| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ কাশ্মীর সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া উচিত : মেহবুবা


কাশ্মীর সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া উচিত : মেহবুবা


আবু সুফিয়ান নাসিম     21 August, 2022     09:44 PM    


অধিকৃত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি-পিডিপির সভাপতি মেহবুবা মুফতি বলেছেন, নির্বাচন কমিশন কর্তৃক বিধানসভা নির্বাচনে বহিরাগতদের ভোটাধিকার প্রয়োগের অনুমতি দেওয়া নির্বাচনী গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠেকানোর-ই নামান্তর। এখন সব দলের নির্বাচনী চিন্তা বাদ দিয়ে কাশ্মীর সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া উচিত। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেহবুবা মুফতি বলেছেন, বিজেপি ক্ষমতা দখল করতে জনসংখ্যার অনুপাত পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে বিজেপি এই বিপজ্জনক এবং খারাপ সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে। তিনি এই বিষয়ে ফারুক আবদুল্লাহর সাথেও কথা বলেছেন এবং গোপকার ঘোষণার জন্য ছয়-দলীয় পিপলস অ্যালায়েন্সের একটি বৈঠক ডাকতেও বলেছেন।

উল্লেখ্য, অধিকৃত কাশ্মীরের সহকারী নির্বাচন কমিশনার হার্দিশ কুমার বলেছেন যে, কাশ্মীরে প্রায় 25 লক্ষ ভোটার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বহিরাগতাও রয়েছে।