| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তানের মতো ভারতেও পণ্য রপ্তানি করতে চায় আফগান


পাকিস্তানের মতো ভারতেও পণ্য রপ্তানি করতে চায় আফগান


আবু সুফিয়ান নাসিম     21 August, 2022     09:38 PM    


আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তার দেশ পাকিস্তানের মতো ভারতেও পণ্য রপ্তানি করতে চায় এবং তালেবানর সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়।

কান্দাহারে উপজাতীয় নেতাদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তৎপর। কিন্তু ২০ সালের যুদ্ধের পর  আমরা কিছু দেশের সাথে এখনই সম্পর্ক পুনরায় সম্পর্ক স্থাপনে আগ্রহী নই।

তিনি বলেন, যদি পাকিস্তানি পণ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানির অনুমতি দেওয়া যায়, তাহলে আফগানিস্তানকেও তাদের পণ্য ভারতে রপ্তানির সুবিধা দেওয়া উচিত।

তিনি আরো বলেন যে, আমরা ভারতকে সাহায্য করতে পারি এবং পাকিস্তানের মধ্য দিয়ে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানেও তার পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।