| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন শহরে-গ্রামাঞ্চলে ধর্মশিক্ষা ছড়িয়ে দিতে হবে: ড. আ ফ ম খালিদ হোসেন


শহরে-গ্রামাঞ্চলে ধর্মশিক্ষা ছড়িয়ে দিতে হবে: ড. আ ফ ম খালিদ হোসেন


নিজস্ব প্রতিনিধি     15 August, 2022     03:06 PM    


প্রথিতযশা আলেম, ইসলামী আলোচক ও চট্টগ্রাম ওমর গণি এম ই এস ডিগ্রী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক আলেম ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে 
শহরে-গ্রামাঞ্চলে ধর্মশিক্ষা ছড়িয়ে দিতে হবে।

সোমবার (১৫ আগস্ট) প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

আ ফ ম খালিদ আরও  বলেন, মার্ক্স-লেনিনের সোভিয়েত ইউনিয়ন, হাফিয আল আসাদের সিরিয়া ও আতাতুর্কের তুরস্কে যেভাবে ওলামায়ে কেরাম ইসলামী শিক্ষা টিকিয়ে রাখার জন্য প্রাণান্তকর মেহনত করেছেন, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

মাওলানা হাফেয এমদাদুল্লাহ হাফি.এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেয মাওলানা তৈয়ব  ও মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী । মাওলানা হাবিবুল্লাহ ওসমানীর সঞ্চালনা বিশেষ বক্তা ছিলেন মাওলানা মানযার হালিম বোখারী।