| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ২ ঘণ্টার চেষ্টায় চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে


২ ঘণ্টার চেষ্টায় চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে


রহমত ডেস্ক     15 August, 2022     03:17 PM    


রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরো বাড়ানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগ থানার কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাটসংলগ্ন ওই কারখানায় দুপুর ১২টার দিকে আগুন লাগে। এরপর আগুন পাশের একটি হোটেলও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই কারখানার ভেতর ও আশপাশের লোকজন দ্রুত সরে যায়। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা