রহমত ডেস্ক 25 July, 2022 12:43 PM
ডি-৮–এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। এক দশকে এটাই হবে পাকিস্তানের মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রথম ঢাকা সফর। এর আগে ২০১২ সালে পাকিস্তানের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। সেবার ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তিনি ঢাকায় এসেছিলেন।
আগামী (২৭ জুলাই) বুধবার ঢাকায় ডি-৮–এর মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০তম ডি–৮ সম্মেলন ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন ডি-৮–এর বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আগামীকাল সোমবার ও মঙ্গলবার ডি-৮ কমিশনের বৈঠক হবে ঢাকায়।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮–এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে খাদ্য ও জ্বালানি–নিরাপত্তা এবার বিশেষ গুরুত্ব পাবে। হিনা রাব্বানি খার ছাড়াও সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান, মিসরের একজন সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। উনি দ্বিপক্ষীয় সফরে আসছেন না। উনি আসছেন ডি-৮ সম্মেলনে। সুতরাং আমরা ডি-৮ নিয়েই আলাপ করব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পাকিস্তানের নতুন সরকার বিলাওয়াল ভুট্টোর পরিবর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে ঢাকায় পাঠাচ্ছে। ডি-৮ জোটের সদস্য হওয়ার জন্য আজারবাইজান আবেদন করেছে, তারা সদস্যপদ পাবে কি না, সে বিষয়ে ডি-৮ মন্ত্রীরা সিদ্ধান্ত নেবেন।