| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ ‘দারুল উলুম দেওবন্দের পরিবেশ একদম স্বাভাবিক’


‘দারুল উলুম দেওবন্দের পরিবেশ একদম স্বাভাবিক’


আন্তর্জাতিক ডেস্ক     29 June, 2022     08:46 PM    


ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে প্রশাসনিক জটিলতা কিংবা ভীতিকর কোন পরিস্থিতি নেই। সম্প্রতি স্যোসাল মিডিয়ায় অনেকে ভুয়া সংবাদ প্রচার করছেন।

আজ (২৯ জুন) বুধবার দুপুরে দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগের মুশরিফ মুফতি আবদুল্লাহ মারুফীর সাথে কথা কথা বলেছেন জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার শিক্ষক হযরতের শাগরিদ মুফতি আবুল ফাতাহ কাসেমি।

তিনি জানিয়েছেন, দারুল উলুম দেওবন্দে প্রশাসনিক কোন জটিলতা কিংবা ভিতিকর কোন পরিস্থিতি নেই। পরিবেশ একদম স্বাভাবিক। আলহামদুলিল্লাহ। সব কিছুই ঠিকঠাক চলছে। 

মুফতি আবুল ফাতাহ কাসেমি বলেন, আজ সকাল থেকেই অনেকেই পোস্ট দিচ্ছেন, ‘আল্লাহ দারুল উলুমকে হেফাজত করুন, সেখানের অবস্থা ভালো না ইত্যাদি…।  তাহকিক না করে এ জাতীয় সংবাদগুলো প্রচার না করলে ভালো হয়। আপনি হয়তো জানেন না আপনার এমন একটি পোস্টে কত মানুষের অযথা পেরেশানির কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন।