নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি 11 June, 2022 06:17 PM
খাগড়াছড়িতে পুলিশ বাধার মধ্যে দিয়ে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়ে আদালত সড়কে উঠতে চাইলে ভাঙ্গ ব্রিজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদে কয়েক দফা ধস্তাধস্তি হয়।
সেখানে এক সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চলনায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু ও যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমানে চতুর্দিকে হাহাকার অবস্থা। শ্রমজীবী নিম্নআয়ের মানুষ চরম অবস্থায় দিন অতিবাহিত করছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই অবিলম্বে তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর