| |
               

মূল পাতা জাতীয় সীতাকুণ্ডে আরাে দুই মরদেহ উদ্ধার, প্রাণহানি বেড়ে ৪৬


সীতাকুণ্ডে আরাে দুই মরদেহ উদ্ধার, প্রাণহানি বেড়ে ৪৬


রহমত ডেস্ক     09 June, 2022     08:56 AM    


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (০৮ জুন) সন্ধ্যায় ভস্মীভূত কন্টেইনার অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬-এ। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১৭ রোগীর কেউই এখনো শঙ্কামুক্ত নয়।

সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের পর পরই অন্তত ২৩০ জন চিকিৎসা নিতে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে চট্টগ্রামের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন ৬৯ জন। চিকিৎসক জানান, এদের মধ্যে আইসিইউতে থাকা তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসারতদের প্রায় সবাই ভুগছেন চোখের সমস্যায়।

দগ্ধদের মধ্যে সাধারণ বেডে থাকা সবাই আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। তবে শ্বাসনালী দিয়ে রাসায়নিক প্রবেশ করায় সবার ফুসফুসের কম বেশি ক্ষতি হয়েছে।

চিকিৎসকদের মতে, ডিপোতে রাসায়নিক বিস্ফোরণের কারণে অনেকের চোখে সমস্যা হয়েছে। এ কারণে ঢাকায় চক্ষু বিজ্ঞান হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে। এদের মধ্যে ২ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী গাউসুল আজমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে।