| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় নারায়ণগঞ্জে যুবক গ্রেফতার


পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় নারায়ণগঞ্জে যুবক গ্রেফতার


রহমত ডেস্ক     09 June, 2022     09:10 AM    


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গুজব ছড়ানোর দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছেচ। এ সময় একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ওই এলাকার সুলপিনা গ্রামের নুর ইসলামের ছেলে নাঈম খান।

বৃহস্পতিবার (০৯ জুন) সকালে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ বলেন, মঙ্গলবার (৭ জুন) বিকেলে ফেসবুকে আইডিয়াল নাঈম নামে একটি আইডি থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে স্ট্যাটাসে গুজব ছড়ানো হয়। এতে প্রধানমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়। 

এ ঘটনায় নাঈমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।