| |
               

মূল পাতা স্বাস্থ্য ‘দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চাই’


‘দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চাই’


স্বাস্থ্য ডেস্ক     31 May, 2022     06:39 PM    


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি করতে পারলে আমাদের মেডিকেল কলেজগুলোর চিকিৎসা শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটগুলোর ফ্যাকাল্টি যেখানে নেই সেখানে কোনো কোর্স থাকবে না। যেসব ইনস্টিটিউটে ফ্যাকাল্টি আছে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৮ জনের জায়গায় ১০ জন, ১০ জনের জায়গায় ১২ জন, ১২ জনের জায়গায় ১৬ জন বৃদ্ধি করে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণ করতে চাই।

আজ (৩১ মে) মঙ্গলবার বিকালে ঢাকা ক্লাবে আয়োজিত বিএসএমএমইউ’র অর্থপেডিক্স সার্জারি বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, জাতীয় অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, অধ্যাপক ডা. আফজাল হোসেন, অর্থপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: শফিকুল আলম, অর্থপেডিক্স সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নুকুল কুমার দত্ত, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আনোয়রুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (ভিরু), অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, অধ্যাপক ডা. কামরুল আহসান, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু প্রমুখ।

উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, অর্থপেডিক্স সার্জারি বিভাগে আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে পড়ে। জাতির পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে অর্থপেডিক্স সার্জন এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও যারা গবেষণায় ভালো করবেন তাদের পুরস্কার দেওয়া হবে। গবেষণায় আগ্রহী করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসও পালন শুরু হয়েছে। যারা থিসিসে ভালো করবেন তাদের মধ্যে সেরাদের পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী গবেষণা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনেকে আবেদন করেছেন। আমাদের অধীনে যেসব ইনস্টিটিউট রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে।