রহমত ডেস্ক 24 May, 2022 10:28 PM
বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলের সব নেতাকর্মীরা। যারা রেদোয়ান আহমেদকে ভালোবাসেন তারা কেউ রাস্তা ছেড়ে যাবেন না। যতদিন আমরা তাকে মুক্ত করতে না পারবো, ততদিন দলের প্রতিটি কর্মসূচিতে সবাই সক্রিয় অংশগ্রহণ করবো।
মঙ্গলবার (২৪ মে) রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।
সভায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে ছাত্রলীগ প্রমাণ করেছে তারা আসলেই একটি সন্ত্রাসী সংগঠন। শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূল নীতি হলেও বাস্তবে সন্ত্রাস, চাঁদাবাজি আর মাস্তানি তাদের আসল মূল নীতি। ছাত্রলীগ দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি, টেন্ডারবাজি, খুন ও ধর্ষণের মতো ঘটনা প্রায় বিনা বাধায় ঘটিয়ে চলেছে। রাষ্ট্রক্ষমতার কারণে ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্য আরও বেপরোয়া হয়ে উঠেছে। ছাত্রদলের ন্যায় সংগত দাবির আন্দোলনের ওপরও ছাত্রলীগ নেতাকর্মীদের আক্রমণ ক্রমেই বর্বর হয়ে উঠছে।