রহমত ডেস্ক 25 May, 2022 09:40 PM
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, প্রায় প্রতিবছরই বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কুষকদের লাখ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে। সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। টেকসই বাঁধ নির্মাণ ও বাঁধ রক্ষার মাধ্যমে হাওরের ফসল রক্ষায় সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বছর বাঁধ ভেঙ্গে ফসলহানীর শিকার ও ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আর বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ করতে হবে।
আজ (২৫ মে) বুধবার খেলাফত মজলিসের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে ছাতক সদর ও চরমহল্লা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, সয়াবিন তেল, লবন, পেঁয়াজ ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ঈমাম উদ্দিন, সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সিলেট মহানগরী সহসভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা খলিল আহমদ, মাওলানা আকীক হোসাইন, মাওলানা আখতার হোসাইন আতিক, মাওলানা জহিরুল ইসলাম, ফজলুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন জসিম, মাওলানা কামরুল ইসলাম, ফারুক আহমদ জাবদে প্রমুখ।